সিমরান জামান।।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন কুমিল্লার দ্বেবিদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার।
এ বছর তিনি গত ৬ মে ২০২৪ তারিখ কুমিল্লা জেলায় এবং ১২ মে ২০২৪ তারিখ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বীকৃতি পান। ইতোপূর্বে কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ২০১৯ সালে কুমিল্লা জেলায় এবং ২০২৩ সালে ফেনী জেলায় ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর স্বীকৃতি অর্জন করেন।
তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশাসনিক ও আইসিটিতে দক্ষতা, কারিকুলাম বাস্তবায়ন ও এসডিজি ৪ এর লক্ষ্য অর্জনে গুণগত শিক্ষায় উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগ, ডিজিটাল সিস্টেমে প্রতিষ্ঠান পরিদর্শন ও অন্যান্য দক্ষতার ভিত্তিতে তিনি জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি পান।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় তিনি এক প্রতিক্রিয়ায় শিক্ষাবার্তা কে বলেন,জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করায় দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম, কুমিল্লা জেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন,দেবিদ্বার ও মাধ্যমিক শিক্ষা পরিবারের বর্তমান ও পূর্ববর্তী কর্মস্থলের সকল কর্মকর্তা, শিক্ষক-কর্মচারী যারা আমাকে সর্বদা আমার কাজে সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ।
এ অর্জন নিজ দাপ্তরিক দায়িত্ব পালনে আমাকে নিঃসন্দেহে আরো বেশি উৎসাহিত করবে। ভবিষ্যতে যেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মক্ষেত্রে আরো ভালো করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া প্রার্থী ।
শিক্ষাবার্তা /জামান/২২/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.