এইমাত্র পাওয়া

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন

নিজস্ব প্রতিবেদক।।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন। দেশটিতে অধ্যয়ণরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রতিনিয়ত খোজ-খবর রাখছে বাংলাদেশ দূতাবাস। কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সমন্বয় করছে। বাংলাদেশ ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাসখন্দে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের সুস্থতা সম্পর্কে খোঁজখবর নিতে শীঘ্রই বিশকেক সফরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় রাতে জানিয়েছে, ‘কিরগিজ রাজধানী বিশকেকে গত ১৭ মে রাতে সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা উজবেকিস্তানে আমাদের দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, একই সাথে কিরগিজ প্রজাতন্ত্রে স্বীকৃত দূতাবাস হিসেবে কিরগিজ প্রজাতন্ত্রে অধ্যয়নরত আমাদের শিক্ষার্থীদের ও কিরগিজ কর্মকর্তাদের সাথে ক্রমাগত যোগাযোগে রয়েছে।’

বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘এখনও পর্যন্ত বাংলাদেশি ছাত্রদের কোনো গুরুতর আহত বা হতাহতের খবর নেই। দূতাবাস ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগ নম্বর শেয়ার করেছে, যাতে এই বিষয়ে যে কোনো সমস্যার জন্য শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারে।’

মন্ত্রণালয় আরও বলছে, ‘দূতাবাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সমন্বয় করছে। আমরা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের সুস্থতা সম্পর্কে খোঁজখবর নিতে শীঘ্রই বিশকেক সফরে যেতে বলা হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/জামান/২০/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading