এইমাত্র পাওয়া

বিরল রোগে আক্রান্ত হয়ে ইবি ছাত্রীর মৃ*ত্যু

মুতাছিম বিল্লাহ রিয়াদ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  বিরল ভাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিভাগের সভাপতি অধ্যাপক ড. সজীব আলী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ওই শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার ফুল। তার পিতার নাম শাফারত আলী স্বাধীন ও মাতার নাম মোছা: শারমিন সুলতানা। তিনি তাঁর ব্যাচের মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। তাঁর গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিন ভাইবোনের মধ্যে মেঝ সন্তান তিনি। এছাড়াও আরও জানা যায়, কিছুদিন আগে ওই ছাত্রীর বিয়ের এ্যান্গেজও হয়েছিলো।

এ বিষয়ে ওই ছাত্রীর এক বান্ধবী বলেন, ফুলের এই রোগটি ২০২০ সাল থেকে দেখা দিছিলো। পরে এক বছর চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছিলো। কিন্তু গত ছয় মাস আগ থেকে ফুল আবার অসুস্থ হয়ে পড়ে। এই রোজার সময় মধ্যে ফুল অতিরিক্ত অসুস্থ হয়ে যায়। ফুলের প্রতিটা অর্গানে সমস্যা দেখা দিয়েছিলো। যেমন, কিডনি জটিলতা, হার্টে সমস্যা, কফে সাথে রক্ত আসা ইত্যাদি। তিন বছর ধরে ফুল এই রোগটির সাথে লড়াই করতে করতে আজ বিদায় নিলো।

এ বিষয়ে বিভাগের সভাপতি ড. সজীব আলী বলেন, বেশ কিছুদিন আগে মেয়েটি অসুস্থ থাকায় আমার নিকট থেকে ছুটি নিয়েছিলো। তবে আজ তাঁর মৃত্যু সংবাদ শুনতে হবে এটা প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সকলেই তাঁর জন্য শোকাহত। সে ওই ব্যাচের ফাস্ট গার্ল ছিলো।

পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। আমরা তাঁর শেষকৃত্যে অংশ নিতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিকেলে একটি বাসে করে শিক্ষক-শিক্ষার্থীরা রওনা দিবো। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

উইকিপিডিয়ার তথ্য মতে, ভ্যাসকুলাইটিস মানবদেহের একজ প্রজাতির অসুখ যার মুখ্য অনুষঙ্গ হলো রক্তনালীসমূহের প্রদাহ। শরীরের রক্তবাহী নালি ধমনী, শিরা, উপশিরা, ক্যাপিলারি ইত্যাদিকে একযোগে ভ্যাসকুল্যার সিস্টেম হিসাবে চিকিৎসা শাস্ত্রে উল্লেখ করা হয়। উৎস এবং উপসর্গ ভেদে ভ্যাসকুলাইটিস নানা রকম হতে পারে। তবে এটা কোনো সংক্রামক রোগ নয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.