ঢাকাঃ গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে বৃহস্পতিবার (৯ মে) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন বাকি রয়েছে অবরুদ্ধ রাফা শহর। যেখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। বাইডেনসহ বিশ্ব নেতারা আগে থেকেই রাফাহ আক্রমণের বিরোধিতা করে আসছে।
বাইডেন সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যদি তারা (ইসরায়েল) রাফাতে যায়, আমি সেসব অস্ত্র আর সরবরাহ করব না যা রাফায় ব্যবহার করা হয়েছে।’ তবে তিনি এটাও বলেছে, ‘ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন।
’ মার্কিন প্রশাসনের দৃঢ় বিরোধিতা থাকা সত্ত্বেও ইসরায়েল রাফাহতে বড় আকারের আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাফাহ শহরে অভিযান চালালে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটতে পারে। বাইডেন বলেছেন, ‘আমরা অস্ত্র এবং আর্টিলারি শেল (ইসরায়েলে) সরবরাহ করতে যাচ্ছি না।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাফার বর্তমান পরিস্থিতিকে স্থল অভিযান হিসেবে সংজ্ঞায়িত করেনি।
তিনি বলেন, ‘জনসংখ্যা বেশি রয়েছে এমন অংশে তারা যায়নি। তারা কেবল সীমান্তেই পদক্ষেপ নিয়েছে।’ বাইডেন বলেন, ‘আমি (ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু) তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে স্পষ্ট বলেছি, যদি তারা জনবহুল এলাকগুলোতে অভিযান চালায়, তাহলে তারা আমাদের সমর্থন পাবে না।’
বাইডেন স্বীকার করেছেন, মার্কিন অস্ত্র ইসরায়েল গাজার বেসামরিক লোকদের হত্যার জন্য ব্যবহার করেছে। ইসরায়েল একটি ‘লাল রেখা’ অতিক্রম করেছে কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন, ‘এখনও না’।
এই প্রথমবারের মতো বাইডেন সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধ করতে পারে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.