এইমাত্র পাওয়া

আরও বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (৭ মে) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সমিতিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে ছিল ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা।

এতে আরও বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৫ মে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করে বাজুস।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.