Breaking News

জবির নতুন সহকারী প্রক্টর সাদিদ জাহান

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এ. জি. এম. সাদিদ জাহান।

সোমবার উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্য এ. জি. এম. সাদিদ জাহানকে সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। এ সময় বিধি মোতাবেক তিনি সুযোগ-সুবিধা পাবেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মালেককে দুই বছরের জন্য সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে বহিরাঙ্গণ কার্যক্রমের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৪/২০২৪

Check Also

অনিয়ম আমি করবো না: ববি উপাচার্য ড. শরমিন

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, অনিয়ম …