Breaking News

৫১৬৬ জন সংগীত ও শারীরিক শিক্ষক পাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সংগীতের দুই হাজার ৫৮৩ জন এবং শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক দুই হাজার ৫৮৩ জন।

আগামী বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক এসব প্রস্তাব অনুমোদন দেয়া হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় ২০টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে ৫২৯৮টি পদ সৃষ্টির প্রস্তাব উঠছে এবং এর বাইরে ৬টি বিধিমালার সংশোধনের প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সচিবদের যথাসময়ে বৈঠকে যোগ দিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে তৈরি প্রস্তাবগুলোর মধ্যে বেশিরভাগই রাজস্ব খাতে পদ সৃষ্টির প্রস্তাব। এর মধ্যে রাজস্ব খাতে বেশ কিছু অস্থায়ী পদ সৃষ্টির প্রস্তাবও কমিটিতে পাঠানো হয়েছে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সংগীতের দুই হাজার ৫৮৩ জন এবং শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক দুই হাজার ৫৮৩ জন। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবে সম্মতি দিয়েছে। এরপর অর্থ বিভাগের সম্মতি নিয়ে সচিব কমিটিতে এই প্রস্তাব পাঠানো হবে। তারপর সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে পাঁচ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দেশে বর্তমানে ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দফায় নতুন করে জাতীয়করণ করেছেন ২৬ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ৬১টি রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২০২০ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাবনা তৈরি করে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে প্রশাসনিক সংস্কারে এই উদ্যোগ নেওয়া হয়। নতুন করে এক লাখ ৬৯ হাজার ১২৪টি শিক্ষকের পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় গণশিক্ষা মন্ত্রণালয়। এসব পদের ছিল মধ্যে দুই হাজার ৫৮৩টি সংগীত, দুই হাজার ৫৮৩টি শারীরিক শিক্ষা, সাধারণ শিক্ষকের পদ ৯৮ হাজার ৩৩৮টি সাধারণ এবং সহকারী প্রধান শিক্ষকের পদ ৬৫ হাজার ৬২০টি। এই প্রস্তাবের মধ্যে সম্প্রতি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পদ অনুমোদন প্রস্তাবের সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন-কর্মসূচির (পিডিপি-৪) এর আওতায় এসব শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হবে। এর আগে অর্থ মন্ত্রণালয় এসব শিক্ষক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। বেতন-ভাতার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এখন আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন হবে। এরপর প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হয়।সচিব কমিটি অনুমোদন দিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ দেবে। এ দিকে সচিবালয় নির্দেশমালা ২০২৩ অনুমোদন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৩ অনুমোদন। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন অনুবিভাগ সৃজনের লক্ষ্যে মন্ত্রণালয়কে ছোট ক্যাটেগরি থেকে বড় ক্যাটেগরিতে অন্তভুক্তকরণের প্রস্তাব। রেলপথ মন্ত্রণালয়ের জন্য রাজস্ব খাতে অস্বাস্থীভাবে সহকারি হিসাবরক্ষণ কর্মকর্তার ১টি পদ সৃজনের প্রস্তাব।ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ সংশোধনের প্রস্তাব অনুমোদন।রেজিস্টার জেনারেলের কাযালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮এর সংশোধনের প্রস্তাব। মেরিন ফিশারিজ একাডেমী, চট্টগ্রামএর জন্য রাজস্ব খাতে অস্বায়ীভাবে ৩১টি পদ সৃজনের প্রস্তাব। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর জন্য রাজস্ব খাতে অস্বায়ীভাবে ৪টি পদ সৃজনের প্রস্তাব। নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বাংলায় বন্দর,অভ্যন্তরীণ নৌপথ ও জাহাজ চলাচল মন্ত্রণালয় নামকরণের প্রস্তাব। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের সচিব,উপসচিব (সমন্বয়), উপসচিব (জনসংযোগ) এবং সহকারী সচিব পদনাম পরিবর্তনের প্রস্তাব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাংগঠনিক কাঠামোতে জেলা শিল্পকলা একাডেমি এবং জাতীয় চিত্রকলা গ্যালারির জন্য অফিস সহায়কের ৪২টি পদ আউটসোসিং এর পরিবর্তে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের প্রস্তাব। বাংলাদেশ জুিিডসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের টিওএন্ডই ভুক্ত২টি সিডান বারের বিপরীতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে গাড়িচালকের ২টি পদ সৃজনের প্রস্তাব। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৭টি পদ সৃজনের প্রস্তাব।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে স্থায়ীভাবে ১৬টি ক্যাডার পদ সৃজনের প্রস্তাব এবং যৌথমুলধন কোম্পানী ও ফার্মসমুহের পরিদপ্তরের কাঠামোতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১৭টি পদ সৃজনের প্রস্তাব। বাংলাদেশ কৃষি ব্যাংক (কর্মকর্তা ও কর্মচারী)চাকরি বিধিমালা ২০০৮ রহিত করে বাংলাদেশ কৃষি ব্যাংক (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমলা ২০২৩ অনুমোদনসহ ২০টি প্রস্তাব অনুমোদনের জন্য বৈঠকে উপস্থাপন করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

প্রাথমিকে বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান শিক্ষক পদে নিজেদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন গেজেট থেকে …