নিউজ ডেস্ক।।
স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে সব শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে জাতীয় স্কাউট দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে যে অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন ও নানান ধরনের পরিবর্তন হচ্ছে। সেগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এছাড়া সামনের দিকে এগিয়ে যেতে, নিজেদের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের প্রশিক্ষণ ও শিক্ষা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ফলাফল দিয়ে কিংবা পাঠ্যপুস্তকের লেখাপড়া দিয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি করতে পারবো না। স্মার্ট জেনারেশন সৃষ্টি করতে না পারলে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে আমাদের প্রজন্মের অনেক কষ্ট হবে।
তাই অভিভাবকদের নিজ নিজ সন্তানকে স্কাউটিংয়ে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.