নতুন শিক্ষাক্রমের বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক কর্মশালা আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমের বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার মাউশির ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের স্কিম পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, নির্ধারিত তারিখে সকাল ৯টায় এই কর্মশালাটি শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এই কর্মশালায় প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসেমিনেশন অব নিউ কারিকুলামের স্কিম পরিচালক সৈয়দ মাহফুজ আলী।

অপরদিকে, প্রথম ব্যাচের কর্মশালায় প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ।

বিশেষ অতিথি থাকবেন মাধ্যমকি ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মগহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. শাহেদুল খবির।এ কর্মশালায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসেমিনেশন অব নিউ কারিকুলামের স্কিম পরিচালক সৈয়দ মাহফুজ আলী।

রিসোর্স পারসন হিসেবে থাকবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব মোসা. নাজমা আখতার, সদস্য প্রফেসর মো. মোখলেস উর রহমান, ইউনিসেফের বাংলাদেশ শাখার শিক্ষা ব্যবস্থাপক ইকবাল হোসেন।

কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.