ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক হিসেবে মাইক্রোবায়োলজ অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৭ এপ্রিল) নতুন এ কমিটি গঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ড. শফিকুল।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল হক, যুগ্ম সম্পাদক কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইক্রোবায়োলজ অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসনে, প্রচার সম্পাদক কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আইআইএফএস এর সহযোগী অধ্যাপক ড. রাখী চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের লেকচারার মোহাম্মদ মাহবুবুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম এবং মহিলা সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহমুদা নাসরীন।
এছাড়াও নবগঠিত কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. চয়ন গোস্বামী, আইএডিএসের অধ্যাপক ড. শাকিলা সালাম, ডেইরি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম. মাসুম, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফজাল রহমান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের (এক্স অফিসিও) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.