গাজীপুরঃ জেলার শ্রীপুরে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় সিয়াম আহম্মেদ ফকির (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পহেলা বৈশাখের পরদিন বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।
বুধবার সকালে মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকার পিয়ার আলী কলেজের পুকুর থেকে টার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
নিহত সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঝিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের কনক ফকিরের ছেলে। সে পরিবারের সঙ্গে মাওনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লোকজন পুকুর পাড়ে হাঁটতে গেলে পনিতে শিশুটির লাশ ভাসতে দেখে। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের স্বজনরা সিয়ামের পরিচয় শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ বেলা ১০টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে- হত্যার পর খুনীরা পুকুরের পানিতে ফেলে যায় শিশুর মরদেহ।
নিহত সিয়ামের স্বজনরা জানান, গত ১৫ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বের হয় সিয়াম। পরে রাতে বাড়ি না ফিরলে বিভিন্নস্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি তাকে। পরে এ বিষয়ে শ্রীপুর থানায় একটি জিডি করা হয়। সিয়াম চাইল্ডহুড কেজি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত।
শ্রীপুর মডেল থানার এসআই মো. ইসমাইল হোসেন বলেন, নিহত শিশুর মুখ ও চোখ থেঁতলানো ছিল। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.