নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিকে পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউনিসেফ। একই সঙ্গে নতুন কারিকুলাম প্রণয়নে ইউনিসেফ যে সহযোগীতা করছে তা অব্যাহত রাখবে। তাছাড়া শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানেও সহায়তা করবে ইউনিসেফ।
বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ, এর বাংলাদেশ প্রতিনিধি মি. শেলডন ইয়েট (Mr. Sheldon Yett) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পির সাথে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ এর চীফ অফ এডুকেশন, মি. ডিপা সংকর (Mr. Deepa Sankar), বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ এর এডুকেশন ম্যানেজার, মি. ইকবাল হোসেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.