সিলেট বোর্ডের নতুন সচিব চৌধুরী মামুন আকবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব পদে চৌধুরী মামুন আকবরকে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৩ এপ্রিল ২০২৪ ইং তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.