বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের বদলী নীতিমালা প্রণয়নে কর্মশালা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  দেশের বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বদলির সুবিধা পেতে যাচ্ছেন। শিক্ষক-কর্মচারীদের বদলির জন্য নীতিমালা তৈরি করছে সরকার। আর এই বদলী নীতিমালা প্রণয়নে  কর্মশালার আয়োজন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামীকাল বৃহস্পতিবার অধিদপ্তরের সভাকক্ষে  সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত অফিস আদেশে এতথ্য জানা গেছে।  মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে এই কর্মশালায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মশালায় মাদ্রাসা ও কারিগরি বিভাগ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড ও এনসিটিবির কর্মকর্তারা উপস্থিত থাকবে।

এর আগে গত ১৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য একটি নীতিমালা করতে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচলককে নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য নীতিমালার একটি খসড়া প্রণয়ন করে পরবর্তী ২০ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। ওই নির্দেশনার পর মাদ্রাসা শিক্ষা অধিদফতর গত ২৫ মার্চ খসড়া নীতিমালা তৈরি করতে একটি কমিটি গঠন করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক শিক্ষক নিজ এলাকার বাইরে চাকরি করছেন কিন্তু ফিরতে চান নিজ এলাকায়। অনেক শিক্ষক স্ত্রী ও সন্তান বাড়িতে রেখে বাইরে বাসা ভাড়া করে চাকরি করছেন। ইচ্ছা থাকলেও নিজ এলাকায় ফিরতে পারছেন না। নিজ এলাকায় বদলির সুযোগ থাকলে তাদের অর্থ সাশ্রয় হবে। অপরদিকে মনোযোগের সঙ্গে শিক্ষকতা করতে পারবেন। এসব বিষয় বিবেচনায় রেখে বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির সুবিধা দিতে নীতিমালা করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

পারিবারিক মাদ্রাসা: শিক্ষক-কর্মচারী থেকে কমিটি সব অধ্যক্ষের পরিবারের

গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুর উপজেলায় নিয়ামতনগরে নেয়ামতুল্লাহ শাহ্ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসায় নানা অনিয়ম, দুর্নীতি ও …