Breaking News

মারা গেছেন সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম

মোঃ রবিঊল ইসলাম (রবীন), আদমদীঘি (বগুড়া) প্রতিবেদকঃ জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার চা বাগান এলাকার বাসিন্দা মোসলেম উদ্দীন আহম্মেদ(৮৪) মারা গেছেন । ( ইন্না————– রাজিউন) ।

তিনি সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সান্তাহার নাগরিক কমিটির সভাপতি ছিলেন । মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তিনি মৃত্যু বরন করেন । মৃত্যকালে তিনি স্ত্রী,২ ছেলে,১ মেয়ে’সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন ।

গত মঙ্গলবার বাদ যোহর সান্তাহার দারুল উলম মাদ্রাসা মাঠে প্রথম এবং বাদ আসর নিজ গ্রাম তারাপুরে ২য় জানাজা শেষে পারিবারিক গোর¯’ানে তাঁকে দাফন করা হয় । তাঁর মৃত্যুতে বগুড়া-৩ আসনের সাংসদ খান মোহাম্মদ সাইফুল্লাহ আল বাধন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ, আদমদীঘি উপজেলার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা চেয়ারম্যন (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম (চম্পা), নিসরুল হামিদ ফুতু, শাহিনুর রহমান মন্টি, উপজেলা আ.লীগ,যুব লীগ,ছাত্র লীগ, স্বচ্ছাসেবক  লীগসহ স সান্তাহার নাগরিক কমিটি ,সান্তাহার প্রেস ক্লাব, আদমদীঘি প্রেস ক্লাব, সান্তাহার বন্ধুসভা,বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজ, সান্তাহার নাগরিক কমিটির সাধারন সম্পাদক গোলাম আম্বিয়া,যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মোঃ রবিঊল ইসলাম (রবীন) ও অনংখ্য গুনগ্রাহি গভীর শোক জানিয়েছেন ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা

চট্টগ্রামঃ তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। …