নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরির কোর্স চালু করতে আগ্রহী মাদ্রাসার তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব এমপিওভুক্ত মাদ্রাসায় পাঠানো হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ হোসাইন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগ্রহী মাদ্রাসার নাম, ইআইআইএন নম্বর, এমপিও কোড, মাদ্রাসার ঠিকানা, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক-কর্মচারীর সংখ্যা পাঠাতে হবে।
কারিগরি কোর্স চালুতে আগ্রহী মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে ২০০ জন, ভবন কমপক্ষে ২টি, শ্রেণিকক্ষের সংখ্যা কমপক্ষে ১০টি, বিগত ৩ বছরের দাখিল পরীক্ষার কমপক্ষে ৪০ জন সন্তোষজনক পাস ফলাফল, এমপিওভুক্তি থেকে কমপক্ষে ৩ বছর বিদ্যুৎ সংযোগ, কম্পিউটারের সংখ্যা কমপক্ষে ৩টি চাওয়া হয়েছে।
এর আগে গত ৫ মার্চ সারা দেশ থেকে ১ হাজার এমপিও মাদরাসায় কারিগরির কোর্স চালুর সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, কারিগরি শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার মাদরাসায় কারিগরি কোর্স চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষে মাদরাসা নির্বাচন, ট্রেড নির্বাচন, শিক্ষক সংখ্যা, অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতির তথ্যের প্রতিবেদন অধিদপ্তরকে পাঠানোর নির্দেশনা দেয়া হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪