Breaking News

এবার ইসরায়েলের কার্গো জব্দ করল ইরান

ঢাকাঃ ইরানের কাস্টমস দপ্তর ইসলামিক রিপাবলিক অব ইরান কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন (আইআরআইসিএ) দেশটির বাজারগান সীমান্ত ক্রসিংয়ে একটি ইসরায়েলি কার্গো ট্রাক জব্দ করেছে। কার্গোটিতে কৃষিজমিতে ব্যবহারের উপযোগী পটাশিয়াম নাইট্রেট সার ছিল।

সোমবার (১৫ এপ্রিল) ইরানের কাস্টমস দপ্তর (আইআরআইসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (আইআরএনএ)।

ইরানের কাস্টমস জানায়, জব্দ করা সার মূলত পটাসিয়াম নাইট্রেট। এসব ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে তৈরি। ইরানের ট্রানজিট ব্যবহার করে এ চালানটি উজবেকিস্তানে যাচ্ছিল। পথে উত্তর-পশ্চিম ইরানের বাজারগান সীমান্ত ক্রসিংয়ে তা আটক করেন ইরানি শুল্ক কর্মকর্তারা।

এ ঘটনার ব্যাখ্যায় ইরানের কাস্টমস জানায়, গত বছর ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ভয়াবহ হামলা শুরু করে। এর প্রতিবাদে ইরান তার সীমান্ত ব্যবহার ইসরায়েলি পণ্য আমদানি-রপ্তানি নিষিদ্ধ করে। সম্প্রতি এ নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে পালন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে সারভর্তি কার্গোটি জব্দ করা হয়।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে এক বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এক কমান্ডারসহ কয়েকজন কর্মকর্তা ছিলেন। হামলাটি যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চালিয়েছিল— বিভিন্ন সাক্ষ্য ও আলামতে তার প্রমাণ পাওয়া যেছে।

দাপ্তরিকভাবে ইসরায়েল এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। তারপর শনিবার রাত থেকে শুরু করে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় অবশ্য এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলা শেষ হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলি কার্গো জব্দ করল ইরানের কাস্টমস কর্তৃপক্ষ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/৩০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে এবার সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক।।  লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত …