এইমাত্র পাওয়া

বানিয়াচংয়ে বিশ্বজয়ী ও দেশসেরা ৩ কোরআনের হাফেজকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক।।

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্বজয়ী ও দেশসেরা তিন কোরআনের হাফেজকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বানিয়াচং ইসলামী যুব সমাজের আয়োজনে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে তাদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে উলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১০টি দেশকে ফেছনে ফেলে ১ম স্থান অর্জনকারী বালক বিশ্বজয়ী হাফিজ বশির আহমদ, বাংলাদেশের টিভি চ্যানেল নিউজ ২৪-এর রমজান মাসজুড়ে প্রচারিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী হাফেজ আব্দুর রহমান বিন নুর ও জাগরণ টিভিতে প্রচারিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাপেজ তানযীমুল ইসলাম রিয়াদকে গণসংবর্ধনা দেয়া হয়।

ইসলামী যুব সমাজ বানিয়াচংয়ের সভাপতি মুফতি নাসির উদ্দিন সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ, বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসাইন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে অতিথিবৃন্দের পক্ষ থেকে কোরআনের পাখিদের নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/জামান/১৪/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.