এইমাত্র পাওয়া

সন্তানের স্কুলের বেতন না দিয়ে ধোনির ম্যাচ দেখলেন তিনি

নিজস্ব প্রতিবেদক।।

পাগলামি তো কত রকমই হয়। কিন্তু এই পাগলামির ব্যাখ্যা কীভাবে দেওয়া যায়! সন্তানের স্কুলের বেতন বাকি রেখে আইপিএলের ম্যাচ দেখার টিকিট কেনা, তা–ও আবার ৬৪ হাজার রুপি খরচ করে! আসলেই ব্যাখ্যাতীত এই পাগলামি।

ভদ্রলোক মহেন্দ্র সিং ধোনির ভক্ত। চেন্নাই সুপার কিংস তারকার ভক্তকুল বিশাল। তাঁর নামে জয়ধ্বনি দেন লাখো কোটি মানুষ। কিন্তু ধোনি যদি সেই ভদ্রলোকের কাণ্ড জানতেন, খুব সম্ভবত বিরক্তই হতেন। শুধু প্রিয় খেলোয়াড়ের খেলা আরাম করে দেখার জন্য সন্তানের স্কুলের বেতন না দিয়ে ৬৪ হাজার রুপি খরচ করার ব্যাপারটি কেই–বা ভালো চোখে দেখবেন! তার ওপর সেই লোক টিকিট কিনেছেন কালোবাজারিদের কাছ থেকে।

ভদ্রলোকের নিজের মুখেই পড়ুন ঘটনাটি, ‘আমি আমার দুই মেয়েকে নিয়ে মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে চেয়েছিলাম। কিন্তু টিকিট পাচ্ছিলাম না, তাই কালোবাজারিদের কাছ থেকে কিনতে হয়েছে। ৬৪ হাজার রুপি খরচ হয়েছে আমার। সে কারণেই আমি মেয়েদের স্কুলের বেতন দিতে পারিনি।’

ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি যতটা হাসিঠাট্টার জন্ম দিচ্ছে, তার চেয়েও চলছে এর সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশির ভাগ মানুষই ধুয়ে দিচ্ছেন সেই ধোনি-ভক্তকে। একজন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একটা সামান্য ক্রিকেট ম্যাচ, সে যত বড়ই ক্রিকেট-ভক্ত হোক না কেন, নিজের সন্তানের পড়াশোনার চেয়ে বড় হতে পারে না।’
একজন চিকিৎসক লিখেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। একটা লোক কতটা বেকুব হতে পারে। আবার বড় গলায় বলছে, মেয়ের স্কুলের বেতন না দিয়ে সে আইপিএলের টিকিট কিনতে টাকা খরচ করেছে।’

শ্রীনিবাসন নামের একজন ‘এক্স’ ব্যবহারকারী পুরো বিষয়টি দেখছেন একটু অন্যভাবে, ‘একটা জিনিস ভেবে দেখুন, এই মানুষটা নিজের দুই মেয়েকে সারা জীবনের জন্য দারুণ একটা স্মৃতি উপহার দিয়ে গেলেন। অনেক হিসাব করেই তিনি ব্যাপারটা করেছেন, তাঁর মনে হয়েছে, স্কুলের বেতনের টাকাটা যেভাবেই হোক তিনি জোগাড় করবেন, কিন্তু মেয়েদের দারুণ একটা উপহার দেওয়া যাক।’

ভদ্রলোকের টাকা খরচ সার্থক হয়েছে। যে ম্যাচটা তিনি দেখতে গিয়েছিলেন, সেটিতে জিতেছে চেন্নাই। কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচ চেন্নাই জিতলেও পরের দুই ম্যাচে হেরে কিছুটা অস্বস্তির মধ্যেই ছিল। কলকাতার বিপক্ষে জয় স্বস্তিই এনে দেওয়ার কথা।

শিক্ষাবার্তা ডটকম/জামান/১২/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.