ঢাকাঃ ভারতের হরিয়ানা রাজ্যে একটি স্কুল বাস উলটে ৬ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
বৃহস্পতিবার সকালে রাজ্যের মহেন্দ্রগড় জেলার উনহানি গ্রামের নারনল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জিএল পাবলিক স্কুলের ওই বাসটিতে অন্তত ৩০ জন শিক্ষার্থী ছিল।
রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল ফিতরের ছুটি থাকলেও স্কুলটি খোলা রাখা হয়েছে।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাতে জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত চালক মদ্যপ অবস্থায় বাসটি চালাচ্ছিলেন।
আরেকটি বাসকে পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে স্কুলবাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে উলটে গেলে হতাহতের ঘটনা ঘটে।
জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে ১২ শিক্ষার্থীকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.