Breaking News

পিপলস ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. আলাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দি পিপলস ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (০৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচচ্ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনকে ঢাকার দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর ভাইস-চ্যান্সেলর পদে তিন শর্তে নিয়োগ দেয়া হলো।

শর্তগুলো হলো, ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এর আগে ২০১৩ সালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পঞ্চম ভিসি হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। এরপর দ্বিতীয় মেয়াদে ষষ্ঠ ভিসি হিসেবে পুনরায় ২৯ জুলাই, ২০১৭ সাল থেকে ২৮ জুলাই ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য এবং ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

জার্মানির আউসবিল্ডুং: সুযোগ-সুবিধা কী, আবেদন পদ্ধতি কেমন

ঢাকাঃ পরিবেশবান্ধব, তথ্যপ্রযুক্তি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ক্রমশ এগিয়ে শেনজেন ভুক্ত দেশ জার্মানি। ফলে …