Breaking News

কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টায় প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার

বরিশালঃ জেলার উজিরপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় বাবুল কুমার জয়ন্ত (৪৫) নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বাবুল কুমার জয়ন্ত হানুয়া দাশের হাট এলাকার ফকির কাজীর ছেলে সাইফুলকে প্রাইভেট পড়াতেন। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে প্রইভেট পড়াতে যান জয়ন্ত। বাসায় ছাত্র সাইফুল ও তার কলেজ পড়ুয়া বোন ফারজানা বৃষ্টি ছিলেন। সে সময় শিক্ষক জয়ন্ত বৃষ্টিকে কুপ্রস্তার দেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সাইফুলের সামনেই তার বোনে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন জয়ন্ত। এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষণ তাকে গ্রেপ্তার করেন।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন, কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আসামি বাবুল কুমার জয়ন্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম /০৩/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে এবার সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক।।  লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত …