Breaking News

শূন্যপদ সংরক্ষণ করে শিক্ষক বদলির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্ষেত্রে শূন্যপদ সংরক্ষণ করে বদলির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ এর অনুচ্ছেদ ১.১ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/প্রধান শিক্ষকদের (চলতি দায়িত্ব ব্যতীত) ৩০ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত একই উপজেলা/থানার মধ্যে (আন্তঃউপজেলা/থানা) এবং ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আন্তঃউপজেলা/থানায় বদলি কার্যক্রম শুরুর অনুমতি নির্দেশক্রমে দেওয়া হলো।

তবে সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা/থানা বদলির ক্ষেত্রে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’ এর মাধ্যমে নতুন নিয়োগের জন্য প্রয়োজনীয় সংখ্যক শূন্যপদ সংরক্ষণ করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

স্কুলে হাজির এসিল্যান্ড, আসেননি কোনো শিক্ষক

মৌলভীবাজারঃ খেয়াল খুশিমতো স্কুলে এসে হাজিরা খাতায় সই করেন শিক্ষকরা। ক্লাসও নেন নিজেদের মর্জি মতো। …