এইমাত্র পাওয়া

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক শাহ্ আলমগীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলমগীর। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান মাদ্রাসা পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়।

অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলমগীর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের  ১৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

প্রজ্ঞাপনে বলা হয়,  মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ এর ধারা ১৩(২) অনুযায়ী মুহাম্মদ শাহ্ আলমগীর (১২৪০), মাদ্রাসা পরিদর্শক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-কে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগ প্রদানকালে শর্ত দেওয়া হয়, চেয়ারম্যান পদে সংশ্লিষ্ট কর্মকর্তার নিয়োগের মেয়াদ হবে তাঁর পিআরএল গমনের তারিখ পর্যন্ত তবে সরকার প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবে।  তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন।  তিনি পদের সঙ্গে যুক্ত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোন বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা তিনি নিজ দায়িত্বে ট্রেজারী চালানের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি খাতে জমা প্রদান করবেন। তিনি নিজ ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিলে চাঁদা প্রদান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ গত বছরের নভেম্বরে অবসরে গেলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার প্রফেসর মােঃ সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.