এইমাত্র পাওয়া

মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত প্রাথমিক শিক্ষক

কক্সবাজারঃ জেলার টেকনাফের হোয়াইক্যং হারাংখালী পাহাড়ি এলাকায় মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে অপহৃত স্কুলশিক্ষক রবিউল আলম। তিনি টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

রবিবার (৩১ মার্চ) রাত ১১টার সময় টেকনাফের হোয়াইক্যং হারাংখালী পাহাড়ে অপহরণকারীরা ৩ লাখ টাকার মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দেয়।

অপহৃত রবিউলের ভাই সাইফুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং হারাংখালী পাহাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ নিয়ে আমার ভাইকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

উল্লেখ্য, শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে শিক্ষক রবিউল বাড়ি ফেরার সময় টমটমের গতিরোধ করে অহরণকারীরা। এসময় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়।

অপহৃত শিক্ষকের ভাই সাইফুল বলেন, সর্বশেষ সকালে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ডাকাতরা। নয়তো আমার ভাইকে মেরে ফেলার হুমকি দেয় তারা। পরে বিভিন্নজন থেকে ধার করে ৩ লাখ টাকা জোগাড় করে দিয়েছি।

এ বিষয়ে এখনও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading