ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষকের

ঝিনাইদহঃ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় ইটভাটার ট্রাক্টরের ধাক্কায় রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (০১ এপ্রিল) সকালে উপজেলার কলাফোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষক রেজাউল করিম একই উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে যাদবপুরের বাড়ি থেকে কলেজ শিক্ষক রেজাউল করিম মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথানের দিকে যাচ্ছিলেন। পথে পথে উপজেলার কলাফোলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভাটার ইট বোঝায় ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

এ ঘটনায় ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান। হরিণাকুণ্ডু থানায় মামলা দায়ের করা হয়েছে জানান ওসি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ঢাকা কলেজের ২২ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯২২ জন সহযোগী অধ্যাপক অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। …