এইমাত্র পাওয়া

হিজাব নিয়ে কটূক্তি: ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ ওএসডি

কুমিল্লাঃ জেলার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ মিতা সফিনাজকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা এর এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। হিজাব নিয়ে কটূক্তির অভিযোগে অধ্যক্ষ মিতা সফিনাজকে অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এ প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। যাতে ১৮ মার্চের মধ্যে এ কলেজ থেকে অবমুক্ত হয়ে বরিশাল মহিলা কলেজে সংযুক্ত হওয়ার জন্য তাকে আদেশ দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে আসেন কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী আঞ্জুমান আক্তার আঁখি ও তার ছোট বোন। ওইদিন দুই বোন হিজাব ও বোরকা পরে নারী শিক্ষার্থীদের কমনরুমে যাওয়ার সময় অধ্যক্ষ মিতা সফিনাজ তাদের বোরকা ও হিজাব পরা নিয়ে কটূক্তি করেন। তিনি দুই বোনকে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সামনে বোরকা ও হিজাব পরে আসায় অপমান করেন এবং বোরকা পরে আসতে নিষেধ করেন।

কলেজের শিক্ষার্থী মাকসুদুর রহমান জিহাদী বলেন, ‘অধ্যক্ষ মিতা সফিনাজ হিজাব পরায় শুধু আঞ্জুমান আক্তার আঁখিকেই অপমান করেনি। ইতিপূর্বেও হিজাব পরায় তিনি অনেক ছাত্রীকে অপমান-অপদস্থ করেছেন।’

এর আগে হিজাব নিয়ে কটূক্তির অভিযোগে অধ্যক্ষ মিতা সফিনাজের অপসারণ দাবিতে গত ২৫ ফেব্রুয়ারি কলেজ গেট ও ক্যাম্পাস এলাকায় মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা সর্বশেষ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.