এইমাত্র পাওয়া

জবির রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিলেন ওহিদুজ্জামান

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। পারিবারিক কারণে তিনি অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের দুইজন ডেপুটি রেজিস্ট্রার বলেন, আনুমানিক ৩-৪ দিন আগেই রেজিস্ট্রার স্যার পদ থেকে অব্যাহতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। আজ সকালে তিনি আমাদের কাছ থেকে বিদায় নেন, চলে যাচ্ছি বলে।

জানা যায়, প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ২০০৯ সালের ১৫ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগ পান। গত বছরের ১৩ জুন তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ৭ জুন অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে (পিআরএল খর্ব) তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ দেয় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা ১৪ জুন থেকে কার্যকর হয়।

সেই চুক্তি বাতিল করে ছুটি ভোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তিনি। বিশ্ববিদ্যালয় সেই আবেদন গ্রহণ করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.