এইমাত্র পাওয়া

এসএসসি: স্ত্রীকে নকল দিতে গিয়ে কারাগারে যুবক

নিজস্ব প্রতিবেদক।।
নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে দুই হাজার টাকা জরিমানাও করা হয়।
নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে গ্রেফতার যুবক সাইফুল ইসলাম।

সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া নকল সরবরাহের দায়ে তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ থেকে হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ও উত্তর পাওয়া যায়।

দণ্ডপ্রাপ্ত যুবক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া জানান, নকল সরবরাহের অপরাধে দণ্ডপ্রাপ্ত যুবক সাইফুল ইসলাম নিজ এলাকার এক ব্যক্তির কাছ থেকে প্রশ্নপত্র ও উত্তর সংগ্রহ করেন।

পরে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় সেটা সরবরাহ করার সময় হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, উক্ত যুবক তার স্ত্রীকে নকল সরবরাহ করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে জেল ও জরিমানা করে পুলিশে সোপর্দ করেন।

শিবা/জামান


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.