ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা আগামী ১৭ এপ্রিলের মধ্যে হল ত্যাগ না করলে তাদের একাডেমিক সনদ স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ এপ্রিলের মধ্যে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা নিজ নিজ হল ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে এসব শিক্ষার্থীদের সনদ স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এর পরেও যদি নির্ধারিত সময়ে কেউ হল ত্যাগ না করে তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় ৫ দফা সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে ছাত্রত্ব শেষ হওয়া অছাত্রদের পরবর্তী সাত দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছিল।
তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এখন পর্যন্ত আন্দোলন চলমান রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগেও বিভিন্নভাবে চেষ্টা করে ছাত্রত্ব শেষ হওয়া সবাইকে হল থেকে বের করতে পারেনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.