সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র রমজান মাস কবে থেকে ‍শুরু হবে তা জানা যাবে আজ। সন্ধ্যায় এ নিয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে এ সভা।

এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। এই সভায় হিজরি ১৪৪৫ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে। এদিন থেকে রমজান মাস শুরু হবে। অর্থাৎ আজ চাঁদ দেখা গেলে সন্ধ্যায় তারাবি পড়বেন ধর্মপ্রাণ মুসলমানরা। ‌‌রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এদিকে, গতকাল (রোববার) সন্ধ্যায় চাঁদ দেখা গেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে। ফলে আজ (সোমবার) সেসব দেশে পবিত্র রমজান শুরু হয়েছে।

                                                                                                               শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.