মো: মোজাহিদুর রহমান।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গার্লস স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ইউনিয়নের সকল স্কুলের ছাত্রছাত্রীদের সমন্বয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতায় একক অভিনয়, লোকনৃত্য, কবিতা আবৃত্তিসহ মোট ৫টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করে। প্রতিযোগীতায় ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ বিচারকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পুর্ণ হয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, লখপুর গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে ডাঃ এস এম গোলাম রব্বানী, তুহিদুল ইসলাম তুহিন, অধ্যক্ষ স ম নাসিম উদ্দিন মাহতাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামান, ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো: মোজাহিদুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, মিডিয়াকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে দর্শকের মধ্যে আনন্দ দেওয়ার লক্ষ্যে সংগীত পরিবেশন করেন খুলনার বিখ্যাত আব্বাস উদ্দিন একাডেমী।
সবশেষে রাত ১২.০১ মিনিটে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পন করেন এস. এম. আমজাদ হোসেনের নের্তত্বে কয়েকহাজার নেতাকর্মীও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.