হিমন এডওয়ার্ড গমেজ , সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
১) যখন টিভি চালানো হয় তখন শক্তির কী কী পরিবর্তন হয়?
উত্তর : যখন টিভি চালানো হয় তখন বিদ্যুত্ শক্তি আলোক, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।
শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির এরূপ পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। বিদ্যুত্ শক্তির সাহায্যে টেলিভিশন চলে। সেক্ষেত্রে বিদ্যুত্ শক্তি আলোক, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তির সাহায্যে আমরা ছবি দেখি এবং শব্দ শক্তির সাহায্যে কথা শুনি। টেলিভিশনে উত্পন্ন তাপ শক্তি বাইরের পরিবেশে ছড়িয়ে পড়ে।
২) ঠাণ্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠাণ্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠাণ্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠাণ্ডা হয়ে যায়। তার ধারণাটি কী সঠিক? ব্যাখ্যা কর।
উত্তর : হ্যাঁ, আমার বন্ধুর ধারণাটি সঠিক। কারণ, আমরা জানি যে, কঠিন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমার বন্ধু যখন ঠাণ্ডা গ্লাসটি হাত দিয়ে ধরে তখন তার হাত তুলনামূলক গরম হওয়ায় গ্লাসের ঠাণ্ডা তার হাতে পরিবহন পদ্ধতিতে প্রবেশ করে। আর এভাবেই আমার বন্ধুর ধারণাটি সঠিক বলে প্রমাণিত হয়।
৩) যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কীভাবে সঞ্চালিত হয়?
উত্তর : যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ প্রথমে পরিবহন এবং পরে পানির অংশে পরিচলন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়।
ভাতের পাতিলে পানি ও চাল দিয়ে নিচে তাপ দিলে ধাতব পাতিলের অণুগুলো উত্তপ্ত হয়ে পরিবহন প্রক্রিয়ায় তাপ পানিতে পৌঁছায়। পাতিলের সংস্পর্শে থাকা পানির অণুগুলো উত্তপ্ত হয়ে উপরে উঠে যায় এবং উপরে থাকা ঠাণ্ডা পানির অণুগুলো নিচে নেমে আসে। এভাবে সমগ্র পাতিলের পানি উষ্ণ হয়ে ওঠে। পানির অণুতে তাপ সঞ্চালনের এ প্রক্রিয়া হলো পরিচলন। তাই বলা যায়, পাতিলে ভাত রান্না করার সময় তাপ পরিবহন ও পরিচলন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়।
৪) বাড়ির আশেপাশে বৃক্ষ রোপণ করে কীভাবে শক্তি সংরক্ষণ করা যায়?
উত্তর : বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করা হলে এই গাছপালা আমাদের ছায়া প্রদান করবে। এছাড়া বাড়ির চারপাশ গাছপালা ঘেরা হলে সূর্যের আলো তুলনামূলকভাবে কম হারে বাড়ির ছাদ ও দেওয়ালকে উত্তপ্ত করবে। এতে গরমের অনুভূতি কম হবে এবং বৈদ্যুতিক পাখার ব্যবহারও কমে যাবে। এভাবে বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করা যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.