জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ৭৪জন শিক্ষক আছেন যাদের নিয়োগের জন্য দেয়া বিজ্ঞাপনে চাওয়া যোগ্যতাও নেই। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরকম কোনো ঘটনা নেই।
শুক্রবার টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বকেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমান জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান আরও বলেন, গত এক দশকে ৯৫৪ শিক্ষকের মধ্যে ৭৪ জনের শিক্ষক নিয়োগের জন্য দেয়া বিজ্ঞাপনে চাওয়া যোগ্যতা ছিল না। তাহলে শিক্ষার মান ঠিক থাকবে কী করে?
জবিতে ন্যূনতম যোগ্যতা ছাড়া কোনো শিক্ষক নিয়োগের ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, গত চার-পাঁচ বছরে এমন কোনো ঘটনা ঘটেনি।
তিনি বলেন, এসব শিক্ষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দীক উপাচার্য থাকাকালে নিয়োগ দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.