তাপমাত্রা ১০ ডিগ্রি: দাখিল ও এবতেদায়ী মাদ্রাসাও বন্ধে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে দাখিল/এবতেদায়ী পর্যায়ের মাদ্রাসাসমূহের শ্রেণি কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী ঐ সকল জেলার জেলা শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে এই নির্দেশ দিবেন।

গতকাল রাতে অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠি সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়,   দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। শৈত্যপ্রবাহে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না মর্মে জানা যাচ্ছে। এক্ষেত্রে যে সকল জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) থাকবে, ঐ সকল জেলার জেলা শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে দাখিল/এবতেদায়ী পর্যায়ের মাদ্রাসাসমূহের শ্রেণি কার্যক্রম বন্ধ (দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদুর্ধ্ব না হওয়া পর্যন্ত) রাখার নির্দেশনা প্রদান করবেন।

উল্লেখ্য যে, কোনো জেলায় চলমান শৈত্যপ্রবাহের কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করলে (adm.dmeb@gmail.com) ই-মেইলের মাধ্যমে অবহিত করতে হবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একই নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.