এইমাত্র পাওয়া

শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন, শিক্ষক বরখাস্ত

কুমিল্লাঃ জেলার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে (১০) শাসনের নামে হাত ও পায়ে শিকল পরিয়ে তালা দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ আজহারুল ইসলামকে বরখাস্ত করার সিদ্ধান্ত দিয়েছেন স্থানীয় ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান। গত বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিস বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্ত দেন।

সালিস বৈঠকে উপস্থিত ভুশ্চি এলাকার বাসিন্দা রাসেল আহমেদ জানান, ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের হাজি সামছুল হক সুপারমার্কেটের প্রথম ও দ্বিতীয় তলার ১০টি রুম ভাড়া নিয়ে কয়েক বছর ধরে চলছে ‘জামিয়াতুল আশরাফ মাদরাসা’।

ওই মাদরাসার নাজেরা শিক্ষক আজহারুল ইসলাম গত বুধবার বিকেলে ওই শিশু শিক্ষার্থীকে হাত ও পায়ে শিকল পরিয়ে নির্যাতন করেন। শিশুটি ওই রাতে মাদরাসা থেকে পালিয়ে ভুশ্চি মধ্যবাজারে এলে কয়েকজন তার বক্তব্য ভিডিও করে এবং শিকল খুলে দেয়। ভিডিওটি বৃহস্পতিবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউপি চেয়ারম্যান সালিস বৈঠক করে সমাধান করে দেন।

শিশুর বাবা বলেন, ‘আমি একজন গাড়িচালক।

অনেক আশা করে ছেলেটিকে কোরআন হেফজ করতে মাদরাসায় দিয়েছিলাম। ছেলে মাঝেমধ্যে পালিয়ে যেত। সে কারণে আমি বলেছিলাম, মাদরাসা থেকে যেন বের হতে না পারে। কিন্তু এভাবে শিকল দিয়ে বাঁধতে বলিনি।

এভাবে বেত্রাঘাত করতেও বলিনি। আমি ইউপি চেয়ারম্যানের সালিস বৈঠকের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

অভিযুক্ত শিক্ষক আজহারুল ইসলাম বলেন, ‘ছেলেটি বারবার মাদরাসা থেকে পালিয়ে যায়। সে কারণে মাদরাসার গেট আটকানোর শিকল দিয়ে শিক্ষার্থীর হাত ও পায়ে তালা মেরে আটকে দিয়েছি। আর বুধবার বিকেলে বেত্রাঘাত করে আমি নিজেই ওষুধ খাওয়াইছি। আমি এই ঘটনায় অনুতপ্ত।’

লালমাই থানাধীন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই।’

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ বলেন, ‘নির্যাতনের বিষয়ে শিকল পরিহিত শিশুর বক্তব্যটি ফেসবুকে দেখেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি সমাধান করেছেন। অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.