ঢাকাঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি নিতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। সে লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে ভর্তি কমিটির সভা হয়। সেখানে ৯ ফেব্রুয়ারি পরীক্ষা নেয়ার বিষয়ে নীতিগত সবাই সম্মত হয়।
এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।
অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন জানান, ৯ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষার বিষয়টি এখনো অনুমোদন হয়নি। তাই ৯ ফেব্রুয়ারিকে নির্দিষ্ট তারিখ বলা যাবে না।
ভর্তি পরীক্ষার তারিখ সুনির্দিষ্ট করার পর দ্রুততম সময়ে নীতিমালা সম্বলিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
ভর্তি কমিটির সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সব অংশীজন অংশ নেয়।
এর আগে, গত বছর ১০ মার্চ ভর্তি পরীক্ষা হয়েছিল। করোনাজনিত কারণে পিছিয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম এগিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে এ বছরও ভর্তি পরীক্ষার তারিখ এক মাস এগিয়ে আনা হলো।
এ বছর দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বাড়িয়েছে সরকার। এতে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৮০টি। বর্ধিত আসনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.