দিনাজপুরঃ জেলার পার্বতীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সরবরাহের নয়টি ডিভাইসসহ দুজন আটক হয়েছেন।
গত বুধবার রাতে পার্বতীপুর শহরের নতুন বাজার সিঙ্গার মোড় থেকে তাদের আটক করা হয় বলে পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত জানান।
আটকরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা এলাকার সম্রাট মিয়া (১৯) ও একই এলাকার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য (সিপাহি) আবুল কালাম আজাদ (২০)।
প্রথম ধাপে তিনটি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের পরীক্ষা বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।
পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল শহরের সিঙ্গার মোড়ে যায়। তখন দুই তরুণ দৌড়ে পালনোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে নয়টি ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া যায়।
ওসি আবুল হাসনাত আরও দাবি করেন, আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র অর্থের বিনিময়ে ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল বলে আটকরা পুলিশের কাছে স্বীকার করেছেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারাণার অভিযোগ এনে মামলা করে বলে জানান ওসি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.