নওগাঁঃ জেলার ধামইরহাট এমএম ডিগ্রী কলেজ প্রায় ৫ বছর পর এডহক নিয়োগ (সরকারিকরণ ) দেওয়া হয়েছে ।
সূত্র মতে, ১৯৭০ সালে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আমাইতাড়া নামকস্থানে প্রায় সাড়ে ৬ একর জমির ওপর ধামইরহাট মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজটি স্থাপিত হয় ।
বর্তমান সরকার ২০১৬ সাল থেকে প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি কলেজ ও একটি করে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতার সিন্ধান্ত মোতাবেক এ কলেজটির নাম প্রস্তাব করেন সাবেক হুইপ বর্তমান এমপি মো: শহীদুজ্জামান সরকার। তিনার অক্লান্ত প্রচেষ্টায় এ কলেজটি সরকারিকরণ হয় এবং ৬৯ জন শিক্ষক-কর্মচারী এডহক নিয়োগ পান
গত বুধবার কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কবি এসএম আব্দুর রউফ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং একই সঙ্গে কলেজের ৬৮ জন শিক্ষক-কর্মচারী সরকারিভাবে যোগদান করেন।
এ উপলক্ষে সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: শহীদুজ্জামান সরকার এমপি। অনুষ্ঠানে উক্ত সকল শিক্ষক কর্মচারি উপস্হিত ছিলেন ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.