কালীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ঝিনাইদহঃ জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুনের বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৮ই নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসান উপজেলা সহকারি শিক্ষা অফিসার জেসমিন আরা কে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। আগামী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসানের কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কাদিরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি ও শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন কাজ করানোর অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসানের নজরে এলে তিনি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

এর আগে প্রতিবেদক সংবাদটির তথ্য সংগ্রহ করতে গেলে প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন বিভিন্ন তাল বাহানা ও মিথ্যার আশ্রয় নেন। পরবর্তীতে প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুনের এক প্রভাবশালী নিকটাত্মীয় একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা। তিনিও স্কুলে না থেকে বিভিন্ন কাজেই সময় পার করেন। এর আগে ওই শিক্ষকের প্রভাবশালী নিকটাত্মীয়র একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার মাধ্যমে সংবাদটি প্রকাশ না করার জন্য প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন ও সরকার দলীয় বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেন।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসান বলেন, কাদিরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন কাজ করানোসহ সরকারি বেঞ্চ বিক্রি ও স্কুলের দূর্নীতি বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়। বিষয়টি জানার পর আমি তদন্ত কমিটি গঠন করে, কমিটিকে আগামি ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছি।

উল্লেখ্য, গত ৫ ও ৬ নভেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কাদিরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুনের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন কাজ করানো ও বেঞ্চ বিক্রি, ২০২১-২০২২ অর্থ বছরের ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ টাকাসহ রুটিন মেইন্টেনেন্স, স্লিপ, প্রাক-প্রাথমিকের টাকা কোন কাজে ব্যায় করেছেন তার কোন হিসাব তিনি দেখাতে পারেননি এই মর্মে সংবাদ প্রকাশিত হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.