এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি পেলেন জবির ৩ শিক্ষার্থী

ঢাকাঃ বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তামান্না সুলতানা সুমাইয়া (টেবিল টেনিস), আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রচনা তৃপ্তি (ক্রিকেটার) ও ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন (শুটিং)।

মঙ্গলবার (৭ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের শহিদ ক্যাপ্টেন শেখ কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী তাদের হাতে এ চেক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তামান্না সুলতানা সুমাইয়া বলেন, আমি চাই এই শিক্ষাবৃত্তি শুধু ২০২৩ সাল নয়, প্রতিবছরই দেওয়া হোক। যাতে খেলোয়াড়রা খেলার প্রতি উৎসাহিত হতে পারে। খেলার পাশাপাশি পড়ালেখায় মনোযোগ দিতে পারেন। খেলোয়াড়দের অনেক ধরনের সরঞ্জামাদি ও বিভিন্ন ক্রিয়া সামগ্রী সংগ্রহের জন্য ক্রীড়া শিক্ষাবৃত্তি খুবই উপকারী।

প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রথমবারের মতো খেলোয়াড় শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। ভালো খেলার পাশাপাশি পড়ালেখার উদ্দেশ্যে এ বৃত্তি প্রদান করা হয়েছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত জনপ্রতি ১২ হাজার করে এবং কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত জনপ্রতি এককালীন ২৪ হাজার টাকা প্রদান করা হয়। সারা বাংলাদেশ থেকে সর্বমোট ১ হাজার জনকে এই বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১১/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.