ঢাকাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘অ্যাফিলিয়েশন ফি’ পরিশোধের আহ্বান জানানো হয়েছে। বিষয়টি অতি জরুরি উল্লেখ করে দেশের সকল বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট টেকনোলজি প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ বরাবর নির্দেশনা পাঠানো হয়।
শনিবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড৷ এতে সই করেন বোর্ডের সচিব মো. মিজানুর রহমান৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন- মেরিন টেকনোলজি, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন- ফিশারিজ, ডিপ্লোমা-ইন-ফিশারিজ (ইন-সার্ভিস), ডিপ্লোমা-ইন-এনিমেল হেলথ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক, ডিপ্লোমা-ইন- টেকনিক্যাল এডুকেশন, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (নেভাল) টেকনোলজি পরিচালনাকারী প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি হালনাগাদ (২০২০-২০২৪) জমা দেওয়া হয়নি। এ্যাফিলিয়েশন ফি হালনাগাদ না করার কারণে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় উল্লিখিত শিক্ষাক্রম/টেকনোলজি পরিচালনাকারী সকল প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি ২০২০-২০২৪ খ্রি. পর্যন্ত পরিশোধ করে হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.