অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের সমাপ্তির মধ্য দিয়ে ইতি ঘটেছে দ্বাদশ বিশ্বকাপের আলোচিত রাউন্ড রবিন লিগের। আর যে সেমিফাইনালে ছিল সবার দৃষ্টি, তার লাইনআপও চূড়ান্ত হয়েছে এই ম্যাচ নিষ্পত্তির মাধ্যমে। শনিবারের এই ম্যাচে অস্ট্রেলিয়া হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। দিনের প্রথম ম্যাচে ভারত হারায় শ্রীলঙ্কাকে। ফলে অস্ট্রেলিয়াকে টপকে ভারত উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে এবং অস্ট্রেলিয়া অবনমিত হয় দ্বিতীয় স্থানে।
অন্যদিকে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থান নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ চলাকালেই। স্বাগতিক ইংল্যান্ড পয়েন্ট টেবিলের তৃতীয় ও নিউজিল্যান্ড চতুর্থ দল হিসেবে রাউন্ড রবিন লিগ শেষ করে। সেমিফাইনালে পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ দল একটি ম্যাচে একে অপরের মোকাবেলা করবে।
অপর ম্যাচে দ্বিতীয় দলের প্রতিপক্ষ তৃতীয় স্থানের দলটি। প্রথম সেমিফাইনালে ভারত লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ জুলাই। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১১ জুলাই অনুষ্ঠিতব্য ম্যাচটির ভেন্যু এজবাস্টন।
প্রসঙ্গত, দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৪ জুলাই মুখোমুখি হবে আসরের ফাইনাল ম্যাচে, যার ভেন্যু ক্রিকেটের তীর্থস্থান লর্ডস। ফাইনাল ম্যাচটিও বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.