খাগড়াছড়ি: ছাত্রছাত্রীদের যোগ্য নাগরিক করে গড়ে তুলতে শিক্ষক সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মাসুম পারভেজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, অ্যাডভোকেট আশুতোষ চাকমা, ক্যাজরী মারমা ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাব উদ্দীন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.