এইমাত্র পাওয়া

১০ম গ্রেডে বেতন চান মাধ্যমিকের ল্যাব অপারেটরেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দশম গ্রেডে বেতন চান বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটররা।

জানা গেছে, বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদ সৃষ্টি হয় ২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায়। পদটির যোগ্যতা নির্ধারণ করা হয় কম্পিউটার / তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান। অথবা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা।

পরবর্তীতে ২৮ মার্চ ২০২১ এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় পদটির যোগ্যতা করা হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা / সমমান। অথবা, কম্পিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ/সমমান। এইচএসসি / সমমানসহ ০৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। ৩/৪ বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারীগণ অভিযোগ করেন, একই শিক্ষাগত যোগ্যতাধারী আইসিটি শিক্ষক ও কলেজের আইসিটি প্রদর্শকগণ ১০ গ্রেডে বেতন পান। স্কুলের কৃষি ডিপ্লোমাধারী কৃষি শিক্ষকগণও ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন।

অথচ একই যোগ্যতাধারী ৩/৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী কম্পিউটার ল্যাব অপারেটরগণ কেন ১৬ তম গ্রেডে বেতন পাবেন প্রশ্ন কর্মরতদের।

সরকারের ১৯৯৪ সালের এক গেজেটে চাকরির ক্ষেত্রে ৩/৪ বছর মেয়াদি সকল ডিপ্লোমাধারীগণ ২য় শ্রেণির মর্যাদায় বেতন পাইবেন। কিন্তু বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটরগণের ক্ষেত্রে এখানে চরম বৈষম্য করা হয়েছে।

তারা এ বিষয়ে মাউশিতে আবেদনও দিয়েছেন যেন তাদের ১০ম গ্রেডে বেতন দেওয়া হয়।এছাড়া ১০ গ্রেডে বেতনের জন্য কম্পিউটার ল্যাব অপারেটরগণ হাইকোর্টে রিট করেছেন। হাইকোর্ট কম্পিউটার ল্যাব অপারেটরগণকে কেন ১০ম গ্রেডে বেতন দেওয়া হবেনা এই মর্মে রুল জারি করেছেন। রুলটি বর্তমানে শুনানির অপেক্ষায় আছে।

এ বিষয়ে বাংলাদেশ বেসরকারি কম্পিউটার ল্যাব অপারেটর ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মো. সুমন ইসলাম দৈনিক শিক্ষাবার্তাকে বলেন, তারা ১০ম গ্রেডে বেতন চান, এটা তাদের অধিকার এবং কোর্টের রায়ে তারা ১০ম গ্রেডে বেতন পাবেন এটিই তাদের প্রত্যাশা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.