রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২২ জন গবেষককে পিএইচডি ও ৯ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫২৫তম সভার সিদ্ধান্তে এই সকল ডিগ্রি প্রদান অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
রবিবার এক বিজ্ঞপ্তিতে পিএইচডি ও এমফিল ডিগ্রিপ্রাপ্তদের নামসহ বিস্তারিত জানান জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকগণ হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের তামান্না নাসরিন, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মো. ফারুকুর রহমান ফয়সল, ফিশারিজ বিভাগের জেসমিন আরা, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের এস. এম. ফরিদুল ইসলাম ও মো. নজরুল ইসলাম, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের মো. হাবিবুর রহমান, ফারজানা নাসরিন, মো. মাইন উদ্দীন আহম্মেদ, সঞ্জয় বল, মো. আ. কুদ্দুস ও মো. জিয়াউর রহমান।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. আশরাফুল আলম ও মো. সাজ্জাদ হোসেন, অর্থনীতি বিভাগের শমরিতা আলম, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের মো. নূর-এ-আলম সিদ্দিকী, গণিত বিভাগের আব্দুল মালেক, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের নিশাত ফাতেমা, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মোছা. মৌসুমী আখতার, নাট্যকলা বিভাগের কাজী শুসমিন আফসানা, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আহমাদুল্লাহ ও বাংলা বিভাগের সাদ্দাম হুসাইন।
এমফিল ডিগ্রিপ্রাপ্ত গবেষকগণ হলেন- ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস মো. ফজলুল কবীর ভূঁইয়া, রসায়ন বিভাগের ফারজানা খানম ক্যামেলিয়া, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফারহানা আলম, মো. জহুরুল ইসলাম সরকার, গাজী মাহমুদ হাসান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. মামুনূর রশীদ সরকার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সোহেল রানা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মো. আল আমিন মোল্লা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের মো. মনিরুল ইসলাম।
উপাচার্য এসব ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানিয়ে তারা তাদের মেধা ও অভিজ্ঞতা দিয়ে দেশ ও জাতিকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.