এইমাত্র পাওয়া

ঢাকা কলেজ শিক্ষার্থীকে পেটাল আইডিয়ালের শিক্ষার্থীরা

ঢাকাঃ রাজধানীর ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীর নাম জাহিন (১৮)। তিনি ঢাকা কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার পরে ধানমন্ডি থানাধীন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। উপর্যুপরি মারধর ও আঘাতের ফলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম বলেন, ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ক্লাস শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছে। ধানমন্ডি থানাধীন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সামনে তাকে মারধর করে আহত করা হয়।

তিনি বলেন, খবর পেয়ে আমাদের শিক্ষকরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছেন এবং আহত শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। জাহিন একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থী। বিনা কারণ এবং উসকানিতে তাকে মারধর করে আহত করা হয়েছে। আইডিয়াল কলেজের শিক্ষকরাও সেখানে ছিলেন।

এদিকে, এ ঘটনার জেরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গ্রিনরোড ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে বলেও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

অন্যদিকে, ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধরের বিষয়টি জানতে আইডিয়াল কলেজের মুঠোফোন ও টেলিফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.