ঢাকাঃ দক্ষিণ ভারতের রাজ্য কেরালার কোঝিকোড়ে নিপা ভাইরাসে ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তাদের শরীরে নিপা ভাইরাসের ‘বাংলাদেশ ভ্যারিয়েন্ট’ পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন। এ ভাইরাসের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় জমাচ্ছেন মানুষ। এমন পরিস্থিতিতে কোঝিকোড় অঞ্চলে স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। নতুন করে নির্দেশনা না আসা পর্যন্ত বেপোর সমুদ্রবন্দরেও সমস্ত ধরনের কাজকর্ম বন্ধ রাখা হয়েছে।
গত ৩০ আগস্ট এবং ১১ সেপ্টেম্বর কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে দুই ব্যক্তির মৃত্যু হয়। প্রথম জনের বয়স ছিল ৪৪ বছর, দ্বিতীয় জনের বয়স ছিল ৪০ বছর।
কেরালা রাজ্য সরকার ইতিমধ্যেই মৃত প্রথম ব্যক্তিকে (ইনডেক্স কেস) শনাক্তকরণ করেছে। সরকারের পরবর্তী লক্ষ্য ওই মৃত ব্যক্তির মোবাইল ফোন টাওয়ার লোকেশন ট্র্যাক করে এই ভাইরাসের উৎস ও অবস্থান শনাক্তকরণ করা। অর্থাৎ মৃত্যুর আগে তিনি কার কার সাথে দেখা করেছিলেন, কোথায় কোথায় ভ্রমণ করেছিলেন, তা খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ভ্যারিয়েন্টে মৃত প্রথম ব্যক্তির ৯ বছর বয়সী পুত্র ও ২৪ বছর বয়সী তার শ্যালকের শরীরেও নিপা ভাইরাসের প্রমাণ মিলেছে। তারা উভয়ই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সাথেই হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই ব্যক্তি। সব মিলিয়ে অ্যাকটিভ কেস বা পজিটিভ কেস’র সংখ্যা ৪। তারা সকলেই ৪৪ বছর বয়সী মৃত প্রথম ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি এই চারজন কাদের সাথে মিশেছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন সেগুলোও খোঁজ করা হচ্ছে।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো নতুন পজিটিভ কেস পাওয়া যায়নি। ৯৪ জন উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তির পরীক্ষা করা হলেও তার রিপোর্ট নেতিবাচক এসেছে, এটা আমাদের কাছে স্বস্তির কারণ।
এই ভাইরাসে মৃত প্রথম ব্যক্তি যেসব এলাকায় অবস্থান করেছিলেন বা ঘুরেছিলেন ইতিমধ্যেই সেই সমস্ত এলাকা ‘কন্টেইনমেন্ট জোন’ হিসেবে ঘোষণা দিয়েছেন কোঝিকোড়ের সিটি মেয়র বীনা ফিলিপ।
এদিকে, কোঝিকোডের জেলা কালেক্টর এ. গীতা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী এক সপ্তাহ অনলাইন ক্লাসের বন্দোবস্ত করতে বলেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের ছুটি-সম্পর্কিত যেকোনো উৎসবে শামিল না হওয়ার পরামর্শ দিয়েছেন।
এ. গীতা আরও ঘোষণা দেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেপোর সমুদ্রবন্দর বন্ধ থাকবে। বন্দরের কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় ‘ফিসিং ভেসেলস’র অবতরণ ও বিক্রির জন্য দুইটি বিকল্প স্থান বরাদ্দ করা হয়েছে।
নিপা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতেও। স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এমন ১০৮০ জন ব্যক্তির তালিকা করা হয়েছে, যার মধ্যে ৩২৭ জনই স্বাস্থ্যকর্মী। এর মধ্যে রাজ্যের অন্য জেলার ২৯ জন মানুষ রয়েছেন, যারা সংক্রামিতদের সংস্পর্শে এসেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে সংক্রামিত ব্যক্তিদের সকলেই এই ভাইরাসের প্রথম ঢেউয়ের অংশ। একে দুটি ক্লাস্টারে ভাগ করা হয়েছে।
প্রথম ক্লাস্টারে ‘ইনডেক্স কেস’ পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় ক্লাস্টারে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা হাসপাতালে প্রথম মৃত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।
এদিকে মৃত দুই ব্যক্তির শরীরে নিপা ভাইরাসের বাংলাদেশ ভ্যারিয়েন্ট পাওয়ার পরই উদ্বেগ বেড়েছে।
গত বুধবার কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছিলেন, এই ভাইরাসের বাংলাদেশ স্ট্রেনটির মারণ ক্ষমতা অত্যধিক বেশি। তবে এটি কম সংক্রামক অর্থাৎ খুব দ্রুত সংক্রমণ ছড়ায় না।
এ নিয়ে ভারতের বিশিষ্ট মহামারি বিশেষজ্ঞ ডা. রমণ গঙ্গাখেরকড় বলেছেন, মালয়েশিয়ার স্ট্রেন স্নায়বিক উপসর্গ প্রকাশের জন্য পরিচিত। কিন্তু বাংলাদেশের স্ট্রেনটি অতিরিক্ত মৃত্যুর হার ঘটায়। এটি ১০ জন সংক্রামিত ব্যক্তির মধ্যে আনুমানিক ৯ জনকেই মৃত্যুর দিকে ঠেলে দেবে।
‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ’র (আইসিএমআর) মহামারিবিদ্যা এবং সংক্রামক রোগ বিভাগের সাবেক প্রধান ডা. গঙ্গাখেরকড় আরও জানান, এই ভ্যারিয়েন্টের কারণে মানুষের প্রবল শ্বাসকষ্ট দেখা দেয় এবং মৃত্যুর হার ৯০ শতাংশ। সেক্ষেত্রে এই ভাইরাসের উৎস খুঁজে বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ২০১৮ সালে এই নিপা ভাইরাসের কারণে কোঝিকোড় ও মলপ্পুরম জেলায় ১৭ জনের মৃত্যু হয়। ২০২১ সালেও একাধিক মানুষের শরীরে এই ভাইরাসের জীবাণু পাওয়া যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, মানবদেহের পাশাপাশি পশু-পাখিদের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে এই নিপা ভাইরাস। ফলাহারী বাদুর বা ‘ফ্রুট ব্যাটস’র মাধ্যমে মূলত এই ভাইরাসের সংক্রমণ ঘটে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাধারণত জ্বর, পেশির ব্যথা, মাথা ধরা, ঝিমুনি এবং বমি ভাবের উপসর্গ দেখা দেয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.