নিজস্ব প্রতিবেদক।।
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলনকে (২৮) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের ধোপাদী মোড়ে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রলীগ নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা মিলন আরেক কর্মীকে নিয়ে মোটরসাইকেল যোগে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। ধোপাদী মোড়ে পৌঁছালে চিহ্নিত চার সন্ত্রাসী তার গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে জখম করে। এসময় মিলন অজ্ঞান হয়ে গেলে তাকে একটি ভ্যানে করে পৌরসভার ৪নং ওয়ার্ডে পোল্ট্রি ফার্মের পাশের মাঠে নিয়ে যায় সন্ত্রাসীরা।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের আটক করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.