নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ৫ জন কর্মকর্তাকে ওএসডি (পদাবনতি) করা হয়েছে। সোমবার তাদের ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
ওএসডি হওয়া ওই পাঁচ কর্মকর্তা হলেন, অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফাজ উদ্দিন, সহকারী পরিচালক নাজনীন সুলতানা, পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দীন, সহকারী পরিচালক মাহফুজা ইয়াছমিন ও সহকারী পরিচালক জান্নাতুন নাহার। এদের মধ্যে জান্নাতুন নাহারের বিরুদ্ধে অদক্ষতা ও ভোগান্তি সৃষ্টির অভিযোগ তুলেছিলেন মাদরাসা শিক্ষকরা।
জানা গেছে, তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) দায়িত্ব দেয়া হয়েছে। তাদের ৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.